একাডেমি

আসসালামু আলাইকুম।
তারবিয়াহ একাডেমিতে আপনাদেরকে স্বাগতম। এটি একটি ভার্চুয়াল মাদরাসা। এর মাধ্যমে আপনারা দক্ষ ও অভিজ্ঞ উস্তাদগণের তত্ত্বাবধানে মূল্যবান ইসলামিক কোর্সসমূহে ঘরে বসেই সহজে অংশগ্রহণ করতে পারবেন।

এই একাডেমির অধীনে আমরা জীবনঘনিষ্ঠ প্রায় প্রতিটি বিষয়ে ইসলামের ভাষ্য—কুরআন, হাদিস ও ফিকহের দৃষ্টিকোণ থেকে উপস্থাপন করতে সচেষ্ট। তাই দ্বীনি বিষয়ে অজ্ঞতা কিংবা অফলাইনে সরাসরি মাদরাসা থেকে জ্ঞানার্জনের সুযোগ না পাওয়ার কারণে যে আক্ষেপ আপনাদের মধ্যে কাজ করে থাকে, সেটা আর থাকবে না, ইনশাআল্লাহ। বরং সহজে আমাদের কোর্সসমূহে এনরোল করে নিজেকে আবিষ্কার করতে পারবেন ইলমের বহমান ঝরনাধারায়। আল্লাহ আপনাদের ইলম বৃদ্ধি করুন এবং আপনাদের ইলম ও আমলে বরকত দান করুন। আমিন।

কোর্স-সম্পর্কিত আপনার প্রশ্ন এবং সমস্যার সমাধান করতে আমাদের উদ্যমী সহায়ক দল সর্বদা সাপোর্ট দিয়ে থাকবে । তারা সোশ্যাল মিডিয়ার মেসেঞ্জারে এক্টিভ থাকবে এবং কোর্স সম্পর্কীয় যেকোনো প্রশ্নের উত্তর দিয়ে থাকবে।

এক কথায় বলতে গেলে—ইসলামী শিক্ষাকে সব মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া আমাদের প্রধানতম লক্ষ্য; যাতে করে দ্বীনের মৌলিক জ্ঞানার্জন করে একজন ব্যক্তি নিজেকে জান্নাতে পথে পরিচালিত করতে পারে।

এর জন্য যেসব সুযোগ-সুবিধা ও সম্ভাবনার দ্বার শিক্ষাব্যবস্থায় উন্মোচন করা দরকার, আমরা আস্তে আস্তে সব উপায় অবলম্বন করবো, ইনশাআল্লাহ।

যেকোনো মিশন সফল করার জন্য যথার্থ পরিকল্পনা, সেই সঙ্গে শ্রম-সাধনা ও এতৎসংক্রন্ত বহু কিছুর প্রয়োজন হয়। আপনাদের সবার কাছে দোয়ার দরখাস্ত, আমরা যেন আমাদের যেন লক্ষ্যে পৌঁছাতে পারি…

আমরা অনেকগুলো বিষয়কে সামনে রেখে কার্যক্রম শুরু করেছি।

  • ইসলামি অর্থনীতি।
  • শর্ট ডিপ্লোমা ইন ইসলামিক স্টাডিজ।
  • ফিতান বা কিয়ামতের ছোট বড় আলামত।
  • নারীদের একান্ত বিষয়াবলি।
  • সীরাত।
  • সুনান ও আদব।
  • ইলমুল ফারায়েজ তথা ইসলামি উত্তরাধিকার আইন।
  • বিবাহ, মোহর ও তালাক।
  • শিশুদের নাম; ইসলাম কী বলে?

ইনশাআল্লাহ পর্যায়ক্রমে আরো অনেক বিষয় যুক্ত হবে।

তারবিয়াহ একাডেমি সর্বদা শিক্ষার্থীদের পড়াশোনা ও মানোন্নয়নের জন্যে সচেষ্ট। তাই আমরা অনেকগুলো বিষয়ের প্রতি লক্ষ্য রাখি। তা হলো—

  • প্রতিটি ক্লাস সাজানো-গোছানো।
  • প্রতিটি বিষয়ে দরকারি শিট প্রদান।
  • যোগ্য শিক্ষক-শিক্ষিকাদের তত্ত্বাবধান।
  • শিক্ষার্থীদের সার্বক্ষণিক সাপোর্ট প্রদান।
  • নারীদের জন্য নারী শিক্ষিকা।
  • মাঝেমাঝে আত্মশুদ্ধিমূলক মজলিসের ব্যবস্থা।
  • কোর্স শেষে সার্টিফিকেট প্রদান।
  • পেইড ও ফ্রি দুই ধরনের কোর্সের ব্যবস্থা।
  • গুরুত্বপূর্ণ ও উপকারী লেখা-ভিডিও প্রকাশ।

একাডেমির টেলিগ্রাম চ্যানেল জয়েন করতে ক্লিক করুন এখানে।

একাডেমির ফেসবুক গ্রুপে জয়েন করতে ক্লিক করুন এখানে।

প্রতিষ্ঠাতা পরিচালক ও প্রতিষ্ঠাতা পরিচিতি

আলাদা Scaled

যুবাইর আহমাদ তানঈম

মাওলানা, মুফতি, লেখক, অনুবাদক, একাডেমি পরিচালক।

২৫ মে ১৯৯৭ খ্রিষ্টাব্দে কুমিল্লা জেলার বরুড়া থানাধীন উত্তর লক্ষ্মীপুর গ্রামে। প্রাথমিক শিক্ষার যাবতীয় হাতেখড়ি বাবার হাত থেকে সম্পন্ন করেন। তারপর স্কুলে পঞ্চম শ্রেণি পর্যন্ত অধ্যয়ন করে চলে আসেন কুমিল্লা জেলার প্রসিদ্ধ ও বিখ্যাত ‘আল-জামিয়াতুল ইসলামিয়া দারুল উলূম বরুড়া’য়।

তাকমিল সম্পন্ন করেন জামিয়া আরাবিয়া ইমদাদুল উলুম ফরিদাবাদ, ঢাকা থেকে। ইফতা পড়া হয় মাদরাসাতু সালমান, ধোলাইপাড়, যাত্রাবাড়ি, ঢাকায়। এছাড়া বর্তমানে সরকারি মাদরাসা-ই-আলিয়া, ঢাকায় ফাজিলে অধ্যয়নরত আছেন।

শিক্ষকতা জীবনের সূচনা থেকে তিনি সুনানে নাসায়ী, সুনানে তিরমিজি ও মিশকাতের মতো হাদিসের বিখ্যাত কিতাবসমূহ পাঠদানের সৌভাগ্য লাভ করেছেন। এছাড়া ফিকহুল বুয়ূর জন্য বিখ্যাত কিতাব ‘হিদায়া সালেস’ও কয়েকবছর পাঠদান করেছেন। আরো পাঠদান করেছেন উসুলুল ফিকহ, নাহু, সরফের বিখ্যাত কিতাবগুলো।

লেখালেখির সাথে সম্পৃক্ত অনেক আগ থেকেই। তাকমিলে অধ্যয়নকালে প্রথম গ্রন্থ প্রকাশ পায়। পরবর্তীতে আরো কিছু বই প্রকাশ পেয়েছে। বর্তমানে আরো কিছু বিষয়ে লিখে চলেছেন।

তারবিয়াহ একাডেমি তাঁর স্বপ্নের প্রতিষ্ঠান। অনলাইনের পাশাপাশি অফলাইনেও বিশাল পরিসরে এর কার্যক্রম পরিচালনার স্বপ্ন দেখে থাকেন…

পরিচালনা পর্ষদ

308625337 1125439288398892 4636389103635886375 N

মুফতি এনায়েতুল্লাহ

হাফেজ, মাওলানা, মুফতি। সিনিয়র মুদাররিস, গেন্ডারিয়া এম শফিউল্লাহ ইসলামিয়া মাদ্রাসা, ঢাকা।

426600516 279307555189665 1677883627056185902 N

মুফতি তামীম মাজহার

হাফেজ, মাওলানা, মুফতি। মুহাদ্দিস, জামিয়া কারিমিয়া, নতুন কোর্ট, ফতুল্লা, নারায়ণগঞ্জ। ইমাম ও খতিব, বাইতুন নূর মসজিদ, ভূঁইয়ারবাগ, নারায়ণগঞ্জ।

WhatsApp Image 2023 12 19 At 17.12.18 0e7441ae 768x800

মুফতি সাঈদ বিন তাজ

হাফেজ, মাওলানা, মুফতি। প্রতিষ্ঠাতা পরিচালক, আস-সুফফাহ একাডেমি, নেওয়াজবাগ, ঢাকা। খতিব, জলসিঁড়ি আবাসন জামে মসজিদ, নারায়ণগঞ্জ।

340331526 1420874038747538 9001626221873731938 N

J Ahmad ( জুনাইদ আহমাদ )

মাওলানা, আরবি ও বাংলা ক্যালিগ্রাফার, পেইন্টার, লগো ডিজাইনার। দেশ ও বিদেশে বড় বড় বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করে থাকেন যিনি।

WhatsApp Image 2023 12 16 At 16.39.12 0156ad02

মুফতি ‍বুরহান উদ্দিন

হাফেজ, মাওলানা, মুফতি, বি.এ. (অনার্স)। মুহাদ্দিস, জামিয়া হুসাইন ইবনে আলী (রা.) হাসনাবাদ, ঢাকা। ইমাম, বায়তুল মামুর জামে মসজিদ, আল-আমিন রোড, কোনাপাড়া, ঢাকা।

Sarmi6 21 Scaled

আলেমা আমাতুল্লাহ তারান্নুম

আলেমা, মাদরাসা শিক্ষিকা।